সংবাদ শিরোনাম :
মৌলভীবাজরে নতুন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর যোগদান শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের পাশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পেশাজীবি চিকিৎসক সমাজ সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ ত্যু শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার মৌলভীবাজার এসপিকে বিদায়ী সংবর্ধনা জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ত্রাণ বিতরণ
লুটেপুটে হচ্ছে খাদিমে পুলিশের সোর্স তারেক,  জিম্মি সাধারন মানুষ। শেল্টার দেন মাদক ব্যবসায়ীদের, সরকারী জমি দখল বিক্রি টিলা কাটা ও বন্ধ সবই পারেন তিনি?

লুটেপুটে হচ্ছে খাদিমে পুলিশের সোর্স তারেক,  জিম্মি সাধারন মানুষ। শেল্টার দেন মাদক ব্যবসায়ীদের, সরকারী জমি দখল বিক্রি টিলা কাটা ও বন্ধ সবই পারেন তিনি?

 

এ এ রানা::
খাদিমে পুলিশের সোর্স তারেকের দাপটের কাছে জিম্মি সাধারন মানুষ। মাদক সেবন, বিক্রি, সরকারী জমি জবর দখল স্টাম্পের মাধ্যমে বিক্রি, টিলা কাটায় অভিযান পরিচালনা এবং টাকার বিনিময়ে দফারফা ও বন্ধ সবই পারেন তিনি পুলিশ ডিবি ও র্যবের ভয় দেখিয়ে এসব কাজ করেন। সোর্স তারেকের সাথে ডিবি পুলিশের কতোপকথোন এর অডিও ক্লিপ এসেছে হলি সিলেটের হাতে।

স্থানীয়দের সাথে কথা বলে, ও হলি সিলেটের অনুসন্ধানে জানাযায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের এলাকাদিন বি আই ডিসি বহর মির মহল্লায় রমরমা মাদক ব্যবসা চলছে। বিগত অনেক দিন যাবৎ একটি অপরাধী চক্র অবিরাম ভাবে মাদক ব্যবসার পাশাপাশি জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। এসব অপরাধে জড়িত রয়েছে বহর এলাকার নুরু মিয়া গং, মৃত মকবুল হোসেন এর ছেলে পুলিশের সোর্স আরাফাত রহমান তারেক। এই তারেক পুলিশ ডিবির সোর্স পরিচয়ে মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে আসছে। গোপনে নিজে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বিগত অনেক দিন যাবৎ।

 

 

লুটেপুটে হচ্ছে খাদিমে পুলিশের সোর্স তারেক,  জিম্মি সাধারন মানুষ। শেল্টার দেন মাদক ব্যবসায়ীদের, সরকারী জমি দখল বিক্রি টিলা কাটা ও বন্ধ সবই পারেন তিনি?

 

তারেক এক সময় হিরোইন ব্যবসায়ী ছিল, বহর এলাকার খারাপ মহিলা সাবিয়া তাহার স্ত্রী, বহর কলোনীর ভিতরে সেও এক সময় হেরোইন বব্যসা চালাতো। তখন বহর কলোনীর স্থানীয় বাসিন্দারা সাবিয়াকে তাড়িয়ে দেয়। এখন এই সাবিয়া সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় থাকে। তারেক সেখানে গিয়ে তার স্ত্রী সাবিয়াকে দিয়ে পুনরায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে খাদিম বি আই ডিসি বহর মীর মহল্লায় রমরমা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে নুরু মিয়া গং তাদেরকে শেল্টার দিচ্ছে সোর্স তারেক। তার কথামত কাজ না হলে পুলিশ বা ডিবি দিয়ে অভিযান পরিচালনা করে ইয়াবা সেবন কারীকে সাজানো নাটক করে ধরিয়ে দেয়। আর যারা ইয়াবা ব্যবসা করে তাদের কে বাচিঁয়ে রাখে। এই তারেক, তানিন তাদের নিজেদের ঘরে বসে ইয়াবা সেবন করে। ইয়াবা সেবনের পাশাপাশি গোপনে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে কিছু দিন যাবৎ বহর কলোনীর ভিতরে সরকারী খাস জমি জবর দখল করে স্টাম্পের মাধ্যমে বিক্রি করছে। ইতিমধ্যে বহর কলোনীর ১৪২নং দাগে ৩শতক করে ৩টি প্লটে ৯শতক সরকারী খাস জমি বিক্রি করেছে। যাহার বাজার মূল্যে ৪ লক্ষ ৫0 হাজার টাকা মাত্র। শুধু তাইনা ১৪২, নং দাগে সরকারী খাস জমি পুলিশ, ডিবি ও র্যবের ভয় দেখিয়ে জবর দখল করে নিচ্ছে ও দখলীয় জমি স্টাম্পের মাধ্যমে বিক্রি করছে। সে বর্তমানে যে বাড়ীতে বসবাস করছে সেই ৩০ ডিসিমিলের বাড়ীটিও খাস খতিয়ানের অন্তর্ভূক্ত। যাহা জবর দখল করা হয়েছে। এদিকে মির মহল্লায় জমজমাট ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে নুরু মিয়া, গংতারা পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করছে। তাদেরকে ইয়াবা বিক্রির সুযোগ করে দিচ্ছে এই সোর্স তারেক।  চলবে…

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet