সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার জেলা জামাতের আমির গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী হত্যা মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার সিলেট বাস টাার্মিনালে বিশাল জুয়ার আসর নেতৃত্বে রাজন,আল আমিন ও শ্রমিক নেতা সেলিম ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা বৃহস্পতিবার তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তিঃ এমইউ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজারে ডিবি ও পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ডেসকো ঝুঁকিপূর্ণ হওয়াতে মার্কেট ভাঙল শ্রীমঙ্গল পৌরসভা, নির্মাণ হবে অধুনিক মার্কেট কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য যেমন সম্ভাবনা তেমনি চ্যালেঞ্জঃ এমইউ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
আম্বরখানা ফাঁড়ি পুলিশের অভিযানে ০৬ জুয়ারী আটক

আম্বরখানা ফাঁড়ি পুলিশের অভিযানে ০৬ জুয়ারী আটক

 

নিজস্ব প্রতিবেদক::
গত ০৯ মে ২০২৪খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/সুজিত চক্রবর্তী সঙ্গীয় দিবাকালীন সিয়েরা-৩২ এর অফিসার এএসআই(নিঃ) মোঃ আব্দুল গফ্ফার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন কলবাখানী চাষনীপীর রোডে ইকবাল মিয়ার গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১। মোঃ সোহেল (৩৮), পিতা-রুস্তম খা, সাং-কাজীটোলা মুক্তার গলি, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ শাহানুর (৩০), পিতা-রাজু মিয়া, সাং-মুখাই, থানা-ধর্মপাশা, জেলা-সুমানগঞ্জ, বর্তমানে সাং-চন্দনটিলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৩। খালেক আহমদ (২৭), পিতা-আঃ খালিক, সাং-সোনাতলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৪। রহমত আলী (৪০), পিতা-আঃ খালিক, সাং-সোনাতলা, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-বেতের বাজার জাহাঙ্গীর মিয়ার কলোনী, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৫। আপেজ মিয়া (৩২), পিতা-মৃত মন্তাজ আলী, সাং-মধ্য অষ্টোগ্রাম, থানা-অষ্টোগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে কাজিটোলা, ১নং গলি, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৬। মোঃ জাহাঙ্গীর আলম (২৭), পিতা-মৃত আঃ জলিল, সাং-দুর্গাপাশা, থানা-দক্ষিন সুনামগঞ্জকে আটক করেন। আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-৫৪, তাং১০/০৫/২০২৪খ্রিঃ, , ধারা-১০৪/৯৫ এসএমপি এ্যাক্ট মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet