সংবাদ শিরোনাম :
মৌলভীবাজরে নতুন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর যোগদান শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের পাশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পেশাজীবি চিকিৎসক সমাজ সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ ত্যু শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার মৌলভীবাজার এসপিকে বিদায়ী সংবর্ধনা জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ত্রাণ বিতরণ
মহানগরজুরে ডিবি পুলিশের অভিযান অব্যাহত!! :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ডিবি পুলিশের সাড়াশি অভিযানে  দক্ষিণ সুরমার বিভিন্ন জুয়ার স্পট থেকে ২৮ জুয়ারী আটক।

মহানগরজুরে ডিবি পুলিশের অভিযান অব্যাহত!! :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ডিবি পুলিশের সাড়াশি অভিযানে  দক্ষিণ সুরমার বিভিন্ন জুয়ার স্পট থেকে ২৮ জুয়ারী আটক।

হলি সিলেট ডেস্কঃ

হলি সিলেট’ অনলাইন ভার্সনে গত ১৭ ফেব্রুয়ারী মহানগর ডিবি পুলিশের অভিযান অব্যাহত!
দক্ষিণ সুরমায় কুখ্যাত জুয়ারী আলআমিন ও নজরুলের কোটির জোর কোথায়। শিরোনামে ও
১৯ ফেব্রুয়ারী ডিবি পুলিশের হস্তক্ষেপ জরুরী।
সিলেট নগরীর বেতেরবাজারে শরীফের জমজমাট জুয়ার প্রতারণা, নিঃস্ব শ্রমজীবি মানুষ।।
সংবাদগুলো সিলেট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশেষ করে মহানগর ডিবি পুলিশের দৃষ্টি গোচরে আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে মহানগর ডিবি পুলিশের একাধিক টিম মাঠে নেমে পড়েন জুয়ারীদের বিরুদ্ধে  সাড়াশি অভিযানে।

হলি সিলেটের সাথে একান্ত আলাপে .. গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী বলেন, নগরীর মধ্যে যেখানেই জুয়া, মাদকসহ সমাজ বিরোধী অপরাধের খবর পেলেই ডিবির অভিযান অব্যাহত থাকবে। এজন্য প্রয়োজন সকলের সহযোগীতা।

গত কাল ২১ শে ফেব্রুয়ারী মহানগরে ডিবি পুলিশের অব্যাহত অভিযানের খবর হলি সিলেট পত্রিকাকে নিশ্চিত করেন – এসএমপির গোয়েন্দা বিভাগের এডিসি ডিবি (সদর ও প্রশাসন) শাহরিয়ার আলম। তিনি বলেন, সিলেট মহানগরের শীর্ষ জুয়ারীসহ , শীলংতীর মাদকের সাথে জড়িতদের বিরোদ্ধে ডিবি পুলিশের অভিযান নিয়মিত পরিচালিত হবে , যখন যে অবস্থায় তথ্য পাওয়া যাবে সাথে সাথে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম হলি সিলেটকে মহানগর ডিবি পুলিশের সাড়াশি অভিযানে জুয়ারীদের আটকের তথ্য নিশ্চিত করেন।

২১ ফেব্রুয়ারী বিকাল ৪.০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি `দক্ষিন সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তরস্থ চাঁন মিয়ার চায়ের দোকানর সামনে ফাকা জায়গায় জুয়ার বোর্ডে অভিযান পরিচালান করে ১। জাহাঙ্গীর আলম(২৪), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-হরিনাথপুর, হাজীগঞ্জ, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ২। মোঃ ইয়ারুফ আলী(২৮), পিতা-মৃত ইজার আলী সাং- নইখাই, থানা- মোগালাবাজার, জেলা-সিলেট, ৩। সুজিত দাশ(৪০), পিতা-মৃত সুধীর দাশ, সাং-অলুয়া, থানা-মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- মমতাজের বাসা রায়েরগ্রাম, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৪। শাহীন মিয়া(২৮), পিতা-ময়না মিয়া, সাং-আলীর গ্রাম, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, বর্তমানে-পল্লীবিদ্যুৎ এর সামনে, গোটাটিকর, থানা- দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৫। মোঃ রাসেল আহমেদ(২১), পিতা-মৃত আবুল কালাম, সাং-মঙ্গলকাটা, থানা-বিশম্বরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-সাজাই মিয়ার বাসা,হুমায়ুন রশিদ চত্তরঁ, থানা-দক্ষিন সুরমা ,জেলা-সিলেট, ৬।শামীম আহমদ(২৮), পিতা-আব্দুল আহাদ, সাং-রাজনগর, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট, বর্তমানে মোছারগাওঁ থানা-দক্ষির সুরমা, জেলা-সিলেট, ৭। মোঃ আবু সাইদ(১৯), পিতা-মোঃ বোরহান উদ্দিন, সাং-জালালপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৮। মোঃ তাজুল ইসলাম (২৯), পিতা-মোঃ আবু বক্কর, সাং-চিনাকান্দি, থানা-বিশম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমান-খসরু মিয়ার বাসা,মমিনখোলা, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৯। সুমন আহমেদ(৩০), পিতা- মৃত বশির মিয়া, সাং-রাখালগঞ্জ, থানা-দক্ষিনসুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- করিম মিয়ার বাসা, সুন্দরবন সেন্টারের সামনে, গোটাটিকর, থান-মোগলাবাজার, জেলা-সিলেট, ১০। কুতুব উদ্দিন(৩০), পিতা-মৃত মইয়ব আলী, সাং-ইসলামপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-কোচাই চারমাইল, থানা-মেগালাবাজার, জেলা-সিলেটদের গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-২৩/২০২৪, তাং-২১/০২/২০২৪।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিন সুরমা থানাধীন চাঁদনীঘাট সাকিনস্থ হোটেল মারজান আবাসিক এর সামনে ফাকা জায়গায় জুয়ার বোর্ডে অভিযান পরিচালান করে ১। রুপন তালুকদার (৩৪), পিতা-সুভাষ চন্দ্র তালুকদার, সাং-মাছিমপুর, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-জসিমউদ্দিনের কলোনী চালিবন্দর, থানা- কোতয়ালী, জেলা-সিলেট, ২। মাহাবুব আলম বাপন (৩০), পিতা-লায়েক মিয়া, সাং মাইজপাড়া বরইকান্দি, থানা-দক্ষিন সুরমা জেলা-সিলেট, বর্তমানে উকিলের কলোনী ছড়ারপাড়, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩। মোঃ হাসান আহমদ (২৪), পিতা-আলেক মিয়া, সাং-স্বপ্ননীল-৩১ ভার্থখলা, থানা- দক্ষির সুরমা, জেলা-সিলেট, ৪। আলমগীর মিয়া(৩৩), পিতা-মৃত আবদুস সত্তার, সাং-উত্তর মোকাম গুল, পীরেরবাজর, থানা- শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট, বর্তমানে-মামুন মিয়ার কলোনী ঝালোপাড়া, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৫। মোঃ মানিক মাসুক (৩০), পিতা-শাহজাহান, সাং চর রমেশ, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, বর্তমানে-ক্বীন ব্রীজের নিচে, চাদনীঘাট, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৬। মাজেদ আহমেদ(২৫), পিতা-ফারুক আহমদ, সাং-কুচাই মাঝপাড়া, থানা-মোগলাবাজর, জেলা-সিলেট, ৭। মোঃ সাদ্দাম হোসেন (৩৪), পিতা কফিল উািদ্দন, সাং-শোভারামপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে- হাজীর কলোনী মাছিমপুর, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৮। রিপন আহমেদ (২৮), পিতা-মৃত ফারুক মিয়া, সাং-কবরস্থানগলি ঝালোপাড়া, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৯। মোঃ শাকিল (২৬), পিতা-আবুল কালাম, সাং-শাহপুর, থানা-বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে-মতিন মিয়ার কলোনী ছড়ারপাড়, থানা-কোতয়ালী, জেলা-সিলটে, ১০। মোঃ মোকররম আলী (৩৪), পিতা-মহব্বত আলী, সাং-শাহপুর,থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ. বতমান-েকমিশনারের কলোনী, ছড়ারপাড়, থানা-কোতয়ালী, জেলা- সিলেট, ১১। গৃথীরাজ রায় (৪৫), পিতা-মৃত প্রানেশ রায়, সাং-নুরুল মিয়ার বাসা, কদমতলী ফেরীঘাট, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট ১২। মোঃ সানি (২০), পিতা-মৃত শাহীন মিয়া, সাং পাটলী,থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বতমানে-নাসিম মিয়ার কলোনী, বৌবাজার ছড়ারপাড়, থানা-কোতয়ালী, জেলা-সিলেটদের গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-২২/২০২৪, তাং-২১/০২/২০২৪ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপদ করা হইয়াছে।
এসএমপি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম
আরোও বলেন, ২১ ফেব্রুয়ারীর অভিযানে দক্ষিণ সুরমার হুমায়ুন চত্তর বাইপাস রোড চাঁন মিয়ার দোকানের সামনে থেকে জুয়া ও মাদকের সাথে জড়িত থাকায় ১০ জনকে এবং অপরাধ প্রবণ এলাকা দক্ষিণ সুরমার ক্বীনব্রীজের নিচ  ও মানিকের জুয়ার স্পট থেকে  আরো ১২ জুয়ারী সহ মোট ২৮ জন  জুয়ারীকে আটক করা হয়।

এদিকে দক্ষিণ সুরমা সহ সিলেটের বিভিন্ন জুয়া খেলার স্পটে মহানগর ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষ ব্যবসায়ী ও শ্রমিকসহ অনেকেই সাধুবাদ জানিয়েছেন এ অভিযানকে।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet