সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার জেলা জামাতের আমির গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী হত্যা মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার সিলেট বাস টাার্মিনালে বিশাল জুয়ার আসর নেতৃত্বে রাজন,আল আমিন ও শ্রমিক নেতা সেলিম ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা বৃহস্পতিবার তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তিঃ এমইউ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজারে ডিবি ও পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ডেসকো ঝুঁকিপূর্ণ হওয়াতে মার্কেট ভাঙল শ্রীমঙ্গল পৌরসভা, নির্মাণ হবে অধুনিক মার্কেট কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য যেমন সম্ভাবনা তেমনি চ্যালেঞ্জঃ এমইউ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
সিলেট রেঞ্জের ডিআইজির বড়লেখা থানা ও বটুলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন

সিলেট রেঞ্জের ডিআইজির বড়লেখা থানা ও বটুলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখা থানা দ্বি-কার্ষিক পরিদর্শন ও বটলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি বড়লেখা থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। ডিআইজিকে বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে বড়লেখা থানার অস্ত্রাগার, মালখানা, ব্যারাক, নব নির্মিত অফিসার মেস, হাজতখানা ও থানায় রক্ষিত রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি থানার অফিসার ফোর্সের সাথে থানা এলাকার আইনশৃংখলা পরিস্থতি নিয়ে বড়লেখা থানা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে থানা প্রাঙ্গণে গাছ রোপণ করেন এবং থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এর পর সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম বটুলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এসময় তিনি বটুলী ইমিগ্রেশন চেকপোস্টের অফিস, ব্যারাক এবং আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং ইমিগ্রেশন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet