সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার জেলা জামাতের আমির গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী হত্যা মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার সিলেট বাস টাার্মিনালে বিশাল জুয়ার আসর নেতৃত্বে রাজন,আল আমিন ও শ্রমিক নেতা সেলিম ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা বৃহস্পতিবার তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তিঃ এমইউ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজারে ডিবি ও পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ডেসকো ঝুঁকিপূর্ণ হওয়াতে মার্কেট ভাঙল শ্রীমঙ্গল পৌরসভা, নির্মাণ হবে অধুনিক মার্কেট কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য যেমন সম্ভাবনা তেমনি চ্যালেঞ্জঃ এমইউ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
উৎপাদন বাড়লে কৃষকের জীবন ব্যবস্থা উন্নত হবে: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ

উৎপাদন বাড়লে কৃষকের জীবন ব্যবস্থা উন্নত হবে: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে। তিনি বলেন, ফসলের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়লে কৃষকের জীবন ব্যবস্থা উন্নত হবে।
কৃষিমন্ত্রী গতকাল শনিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার নোয়াঁগাও গ্রামের কৃষকদের সাথে কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে প্রথম উঠান বৈঠকে এসব কথা বলেন। নোয়াঁগাও গ্রামের ইন্দু ভ‚ষন পালের বাড়ির উঠান বৈঠকে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। এর মধ্যে সেচের জন্য পানির ব্যবস্থা, গভীর নলকুপ, ¯øুইচ গেট, কৃষি ঋনের ব্যবস্থা, আনারস ও লেবু ফসলের জন্য হিমাগার ও জেলি কারখানা স্থাপন। কৃষিমন্ত্রী সব কৃষকের কথা শুনেন এবং ৫০ দিনের মধ্যে প্রকল্প তৈরি করে মন্ত্রনালয়ে পাঠাতে কৃষি অধিদপ্তরকে নির্দেশনা দেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনিলিসা সুইটি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet