সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার জেলা জামাতের আমির গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী হত্যা মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার সিলেট বাস টাার্মিনালে বিশাল জুয়ার আসর নেতৃত্বে রাজন,আল আমিন ও শ্রমিক নেতা সেলিম ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা বৃহস্পতিবার তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তিঃ এমইউ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজারে ডিবি ও পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ডেসকো ঝুঁকিপূর্ণ হওয়াতে মার্কেট ভাঙল শ্রীমঙ্গল পৌরসভা, নির্মাণ হবে অধুনিক মার্কেট কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য যেমন সম্ভাবনা তেমনি চ্যালেঞ্জঃ এমইউ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
শ্রীমঙ্গলে প্রীতি ক্রিকেট ম্যাচে উপজেলা প্রশাসন জয়ী

শ্রীমঙ্গলে প্রীতি ক্রিকেট ম্যাচে উপজেলা প্রশাসন জয়ী

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ৩ ঘঠিকায় শ্রীমঙ্গল উপজেলা মাঠে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৬ উইকেটে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
টসে জিতে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৬ রান করে। জবাবে ৮৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নেমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় লাভ করে।
দলের পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয়লাভ করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।

খেলায় ধারাবিবরনীতে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাবেদ জাফরি ও রাহি। খেলা শেষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।
দুই দলের খেলায় অংশ গ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সু প্রভাত চাকমা, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান মামুন, শাল্লা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক দুলাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসাররা।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet