সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে মিথ্যে প্রচারণার প্রতিবাদ দক্ষিণ সুরমা বালুর মাঠে কুখ্যাত জুয়ারী বাছন ও দিলীপের রমরমা জুয়ার ব্যবসা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে: এম এ মালিক বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা শ্রীমঙ্গলে ২ নারীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার দক্ষিন সুরমায় নজরুলের জুয়ার আস্তানা বন্ধ হচ্ছে না কিছুতেই। গোলাপগঞ্জে মসজিদের ইমাম দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর হাতে খুন হলেন। মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়। ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোপেন্দ্রগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়।


এছাড়াও স্থানীয় ওয়ার্ড সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে উপজেলার রাজঘাট ইউনিয়নের সিন্দুরখান চা বাগানে অনুষ্টিত হয়েছে বিট পুলিশিং সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসআই রাকিবুল হাছান, এএসআই মো. আবু মুছা, ৭নং রাজঘাট বিট অফিসার চন্দন বুনার্জি, ইউপি সদস্য মিঠুন বুনার্জি, সিন্দুরখান চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সভায় এলাকার চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ এবং জুয়া প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet