গোলাপগঞ্জ উপজেলায় ইংরেজী শিক্ষা প্রসারের লক্ষে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি এলিম এর উদ্যোগে এবং পৃষ্টপোষকতায় গোলাপগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে (ঢাকাদক্ষিন ইউনিয়ন, লক্ষনাবন্ধ,ইউনিয়ন, আমুড়া ইউনিয়ন) বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এডভোকেট ইকবাল চৌধুরী স্মৃতি ভোকাবুলারী কম্পিটিশন আজ ১৪ অক্টোবর সকাল ১০ টায় ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরুষ্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি এলিম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ঢাকাদক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রান সম্পাদক সাহাব উদ্দিন,ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাঈল উদ্দিন খান, সরকারী এম সি একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষক জাকের আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আমনিয়া ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য তমিজ উদ্দিন,সহকারি শিক্ষক মাহবুবুর রহমান শিবলু, হানিফ আহমদ, রিবলু মিয়া , প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
আমরা প্রত্যেকেই আমাদের বন্ধু হওয়া উচিত, আমি যেমন আমার বন্ধু তেমন আমার শত্রু । কারন আমরা আমাদের খেয়াল রাখতে হবে , জীবনে সফল হওয়ার জন্য নিজে নিজের বন্ধু হওয়ার চেয়ে বড় আর কোন সিক্রেট নেই। তিনি শিক্ষার্থীদের নিজে নিজের বন্ধু হওয়ার পরামর্শ দেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজে নিজের হিসেব নিতে বলেন তবেই ভূল গুলো ধরা পড়বে আর নব উদ্দ্যেমে শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবে। শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি অভিভাবকের বলেন আপনার সন্তানকে সম্পদে পরিনত করুন। তাদের সময় দিন, খেয়াল রাখুন।আপনার সন্তান যেনো সর্বোচ্চ গুরুত্বের মধ্যে থাকে।
পরীক্ষা শেষে মোট ১৫ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।এবং অংশগ্রহনকারী শতাধিক শিক্ষার্থীদের বিশেষ পুরুষ্কার দেয়া হয়।