সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে মিথ্যে প্রচারণার প্রতিবাদ দক্ষিণ সুরমা বালুর মাঠে কুখ্যাত জুয়ারী বাছন ও দিলীপের রমরমা জুয়ার ব্যবসা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে: এম এ মালিক বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা শ্রীমঙ্গলে ২ নারীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার দক্ষিন সুরমায় নজরুলের জুয়ার আস্তানা বন্ধ হচ্ছে না কিছুতেই। গোলাপগঞ্জে মসজিদের ইমাম দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর হাতে খুন হলেন। মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে… মেট্রোপলিটন পুলিশ কমিশনার 

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে… মেট্রোপলিটন পুলিশ কমিশনার 

 

হলি সিলেট ডেস্কঃ
গত ১২ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ সহ অতিরিক্ত পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, সকল থানা অফিসার ইনচার্জ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সহ সিলেট মহানগর এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের প্রতিনিধিবৃন্দ। সভায় নিত্যব্যবহার্য পণ্যের দাম বৃদ্ধি সংক্রান্তে গুরুত্বপূর্ণ মতামত তোলে ধরা হয়। পুলিশ কমিশনার তার বক্তব্যে দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সম্মানিত প্রতিনিধিবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সব সময় জনগণের পাশে আছে। তিনি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাবাইকে সুনাগরিগের ভূমিকা পালন করার আহ্বান জানান। সর্বোপরি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet