সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার জেলা জামাতের আমির গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী হত্যা মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার সিলেট বাস টাার্মিনালে বিশাল জুয়ার আসর নেতৃত্বে রাজন,আল আমিন ও শ্রমিক নেতা সেলিম ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা বৃহস্পতিবার তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তিঃ এমইউ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজারে ডিবি ও পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ডেসকো ঝুঁকিপূর্ণ হওয়াতে মার্কেট ভাঙল শ্রীমঙ্গল পৌরসভা, নির্মাণ হবে অধুনিক মার্কেট কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য যেমন সম্ভাবনা তেমনি চ্যালেঞ্জঃ এমইউ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
শ্রীমঙ্গলে গাড়ির চাকায় পৃষ্ঠ লজ্জাবতী বানরের মৃত্যু

শ্রীমঙ্গলে গাড়ির চাকায় পৃষ্ঠ লজ্জাবতী বানরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে সড়ক পার হতে গিয়ে চলন্ত একটি গাড়ির চাকার নিচে পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বানরটি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আহত লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন। পরে তিনি লজ্জাবতী বানরটিকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কর্ণ চন্দ্র মল্লিক বানরটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খাবারের সন্ধানে বিভিন্ন সময়ে প্রাণীরা পার্শবর্তী লাউয়াছড়া বন থেকে বের হয়ে লোকালয়ে চলে আসছে। কখনও জীবিত কখনও আহত আবার কখনও মৃত অবস্থায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধার করা হচ্ছে। গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত  বিরল প্রজাতির ১টি শঙ্খিনী, ১টি বিশাল আকৃতির অজগর সাপ ও মৃত একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সজল দেব বলেন, লাউয়াছড়া বনে বিভিন্ন প্রজাতির প্রাণীর পাশাপাশি বিরল প্রজাতির অনেক বন্যপ্রাণী রয়েছে। এসব বন্যপ্রাণীদের অবাধ বিচরণে বনের হারিয়ে যাওয়া পরিবেশ ফিরিয়ে না আনলে প্রাণীদের ঠিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। বিভিন্ন সময়ে বন থেকে বেরিয়ে আসা প্রাণীদের রক্ষায় মানুষকে সচেতন করতে হবে। বন্যপ্রাণী দেখলে এদের তাড়া না করে এবং না মেরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ অথবা বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেন স্বপন দেব সজল।
সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet