সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে মিথ্যে প্রচারণার প্রতিবাদ দক্ষিণ সুরমা বালুর মাঠে কুখ্যাত জুয়ারী বাছন ও দিলীপের রমরমা জুয়ার ব্যবসা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে: এম এ মালিক বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা শ্রীমঙ্গলে ২ নারীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার দক্ষিন সুরমায় নজরুলের জুয়ার আস্তানা বন্ধ হচ্ছে না কিছুতেই। গোলাপগঞ্জে মসজিদের ইমাম দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর হাতে খুন হলেন। মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২
শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক চ্যাম্পিয়ন মির্জাপুর ও বালিকা চ্যাম্পিয়ন কালাপুর ইউনিয়ন

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক চ্যাম্পিয়ন মির্জাপুর ও বালিকা চ্যাম্পিয়ন কালাপুর ইউনিয়ন

 

প্রতিবেদক,ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে বালক চ্যাম্পিয়ন হয়েছে মির্জাপুর ইউনিয়ন এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের বালিকাদের ফাইনালে কালাপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৩টায় প্রথম ফাইনালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকাদের ফাইনাল কালাপুর ইউনিয়ন ও কালীঘাট ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালে দুই দলের কেউই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। ০-০ গোলে খেলা ড্র হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ট্রাইবেকারে কালাপুর ইউনিয়নের বালিকা দল ৪-৩ গোলে কালীঘাট ইউনিয়নর বালিকাদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দিনের অপর ফাইনাল মির্জাপুর ইউনিয়নের বালকদল ও কালাপুর ইউনিয়নের বালকদলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার পঞ্চম মিনিটে মির্জাপুর ইউনিয়নের ১০ নং জার্সিধারী গোল করে দলকে এগিয়ে নেন। গোল হজম করে একের পর এক আক্রমন করেও গোলের দেখা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধে কালাপুর ইউনিয়ন মুহুমুহু আক্রমন করেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মির্জাপুর ইউনিয়ন জয়লাভ করে। ফাইনাল খেলায় পুরো সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, সাবেক ফুটবলার পিযুস দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মামুন আহম্মেদ প্রমুখ। বঙ্গবন্ধু ফুটবল পরিচালনা কমিঠির সদস্য সাবেক ফুটবলার আলতাফ হোসেন মোর্শেদ ও সাবেক ফুটবলার আকবর হোসেন শাহীন সার্বিকভাবে সহায়তা করেন। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। বালিকাদের ফাইনালে খেলা পরিচালনা করেন মো: এমাদুর রহমান, সুদর্শন দাশ, কাঞ্চন গৌড় ও সিরাজুল ইসলাম সেলু। বালকদের খেলা পরিচালনা করেন মো: মিজানুর রহমান, রুমিম আহমেদ, উজ্জ্বল পাসী ও আবুল কাশেম।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet