প্রতিবেদক,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে চা দোকানের পিছনে গাঁজার চাষ করার অপরাধে এক চা দোকানিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।
শনিবার গোপন সংবাদের ভিতিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই মাহবুবুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি থেকে গাঁজা চাষের অভিযোগে চা দোকাদার ফিরোজ মিয়া (৫৫) গ্রেপ্তার করেন। এসময় চায়ের দোকানের পিছন থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ফিরোজ মিয়ার তার চায়ের দোকানের পিছনে গাঁজা গাছ রুপণ করে গাঁজার চাষ করছিল। এমন খবরের ভিত্তিতে গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়া পশ্চিম সাধুহাটি গ্রামের মৃত নসুম উল্লার পুত্র। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় মামলা দয়ের করা হয়েছে।