সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার জেলা জামাতের আমির গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী হত্যা মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার সিলেট বাস টাার্মিনালে বিশাল জুয়ার আসর নেতৃত্বে রাজন,আল আমিন ও শ্রমিক নেতা সেলিম ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা বৃহস্পতিবার তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তিঃ এমইউ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজারে ডিবি ও পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ডেসকো ঝুঁকিপূর্ণ হওয়াতে মার্কেট ভাঙল শ্রীমঙ্গল পৌরসভা, নির্মাণ হবে অধুনিক মার্কেট কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য যেমন সম্ভাবনা তেমনি চ্যালেঞ্জঃ এমইউ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
কুলাউড়ায় পুলিশ ফাঁড়ি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

কুলাউড়ায় পুলিশ ফাঁড়ি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়ায় টিলাগাঁও পুলিশ ফাঁড়ি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কুলাউড়া থানার আওতাধীন টিলাগাঁও ইউনিয়নে ’টিলাগাঁও পুলিশ ফাঁড়ি’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। টিলাগাঁও পুলিশ ফাঁড়ির আয়োজনে ও টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, এই ফাঁড়ি স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে থানা থেকে দুরে এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এই ফাঁড়ির মাধ্যমে জনগণ যাতে খুব দ্রæত পুলিশি সেবা পেতে পারে। উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ ফেক্রয়ারি জেলা পুলিশ সুপার টিলাগাঁও ইউনিয়ন পরিষদ ও টিলাগাঁও বাজার সংলগ্ন স্থানে অস্থায়ী পুলিশ ফাঁড়ি নিমাণের ঘোষনা দেন। তার এই ঘোষনা বাস্তবায়নে টিলাগাঁও এলাকায় পুলিশ ফাঁিড় নির্মাণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet