সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে মিথ্যে প্রচারণার প্রতিবাদ দক্ষিণ সুরমা বালুর মাঠে কুখ্যাত জুয়ারী বাছন ও দিলীপের রমরমা জুয়ার ব্যবসা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে: এম এ মালিক বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা শ্রীমঙ্গলে ২ নারীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার দক্ষিন সুরমায় নজরুলের জুয়ার আস্তানা বন্ধ হচ্ছে না কিছুতেই। গোলাপগঞ্জে মসজিদের ইমাম দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর হাতে খুন হলেন। মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২
সিলেটে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

 

এ এ রানা :: সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে পুলক রায় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট মিত্রিমহল এলাকা এ ঘটনা ঘটে।

নিহত পুলক রায় সিলেটের শিববাড়ি এলাকার পিতা গোপাল রায়ের ছেলে।

জানা যায়, বুধবার রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশ পিকআপ মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছা মাত্র সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পিছনে থাকা ৩জন মোটরসাইকেল আরোহীর একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর দুইজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলো সিলেট সদরের চালিবন্দর সমতা ৭/৫০ এর বিপুল চন্দ্র মন্ডল এর ছেলে বিক্রম কর মন্ডল (৩০) ও বিআইডিসি সুচনা কমিউনিটি সেন্টার শাহপরান এলাকার ফারুক মিয়ার ছেলে ফয়ছল (৩০)।

এছাড়াও এ ঘটনায় পুলিশ পিকআপ এর ড্রাইভার ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে তাদের পুরো পরিচয় জানা যায়নি।

এদিকে ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা শ্যামল বণিক।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet