সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে মিথ্যে প্রচারণার প্রতিবাদ দক্ষিণ সুরমা বালুর মাঠে কুখ্যাত জুয়ারী বাছন ও দিলীপের রমরমা জুয়ার ব্যবসা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে: এম এ মালিক বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা শ্রীমঙ্গলে ২ নারীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার দক্ষিন সুরমায় নজরুলের জুয়ার আস্তানা বন্ধ হচ্ছে না কিছুতেই। গোলাপগঞ্জে মসজিদের ইমাম দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর হাতে খুন হলেন। মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২
ওসমানীনগর থেকে নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজার পুলিশ

ওসমানীনগর থেকে নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজার পুলিশ

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের পশ্চিমবাজারের রাস্তায় খোঁজে পাওয়া ৬ বছরের এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) সকালে পরিচয় নিশ্চিত করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে মডেল থানা পুলিশ।
মডেল থানা সুত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার বাটার মোড় এলাকায় এক শিশু একা একা ঘুরাফেরা করতে দেখে এক সিএনজি অটোরিকসা চালক শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেন। এরপর মডেল থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের অফিসার এসআই শিউলি রানী দে শিশুটির নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। শিশুটি তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না পারায়, সদর থানার এসআই রতন কুমার হালদার ‘বিট পুলিশ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শিশুটির ছবিসহ একটি পোস্ট করেন। ফেসবুক পোস্ট দেখে শিশুটির বাবা সদর থানায় যোগাযোগ করেন। শিশুটির বাবা মনির মিয়া জানান, তার সন্তানের নাম কাউছার মিয়া। বয়স ৬ বছর। তারা ওসমানীনগর এলাকায় বসবাস করছে। গতকাল রবিবার তার শিশু সন্তান কাউসার কাউকে কিছু না বলে বাসে উঠে মৌলভীবাজার চলে আসে। পরে ফেসবুক পোস্ট দেখতে পেয়ে তারা ছেলের সন্ধান পায়। পরে অফিসার ইনচার্জের নির্দেশে, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটির পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করেন মডেল থানা পুলিশ। শিশুটিকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির পরিবার।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet