সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে মিথ্যে প্রচারণার প্রতিবাদ দক্ষিণ সুরমা বালুর মাঠে কুখ্যাত জুয়ারী বাছন ও দিলীপের রমরমা জুয়ার ব্যবসা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে: এম এ মালিক বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা শ্রীমঙ্গলে ২ নারীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার দক্ষিন সুরমায় নজরুলের জুয়ার আস্তানা বন্ধ হচ্ছে না কিছুতেই। গোলাপগঞ্জে মসজিদের ইমাম দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর হাতে খুন হলেন। মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২
দক্ষিণ সুরমায় জুয়ার স্পটে পুলিশি অভিযান

দক্ষিণ সুরমায় জুয়ার স্পটে পুলিশি অভিযান

 

হলি সিলেট ডেস্কঃ

সিলেটের দক্ষিণ সুরমার ফেরিঘাটের বহুল আলোচিত কুখ্যাত হারুনের জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ।

গত কাল মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮টার দিকে সিলেটের নবাগত পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফের নির্দেশে ও উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজার নেতৃত্বে কদমতলী টার্মিনাল ফাঁড়ি ও ডিবি পুলিশের যৌথ টিম হারুনের জুয়ার স্পটটি ভেঙে দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত জুয়ারিরা পালিয়ে যায়। তবে পুলিশ স্পট থেকে জুয়া খেলার নানান সরঞ্জাম জব্দ করে নিয়ে যান।

স্থানীয় জনসাধারণ জানান, দক্ষিণ সুরমার কদমতলীর ফেরিঘাটের নজরুল মেম্বারের কলোনীর পিছনের মাঠে প্রতিদিন হারুনের জমজমাট জুয়ার আসর বসতো। তারা আরোও বলেন, এখানে সাত থেকে দশ প্রকারের জুয়ার আসর বসে। প্রতি দিন বিকেল থেকে ভোর ৫ টা পর্যন্ত সিলেটের বিভিন্ন প্রান্ত ও জেলা থেকে জুয়ারিরা খেলতে আসেন। বিষয়টি নবাগত পুলিশ কমিশনারের দৃষ্টিগোচর হলে তাঁর নির্দেশে ডিসি দক্ষিণ সোহেল রেজার নেতৃত্বে মঙ্গলবার রাতে সাদা পোষাকের দুটি পুলিশ দল স্পটে হানা দেয়। এসময় জুয়ার টেবিল, টিনশেডের ঘর ভেঙে দেওয়া হয়। জব্দ করা হয় খেলার নানান সরঞ্জাম। তবে জুয়ারিরা পালিয়ে যায়।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকতা নবাগত (ওসি) শামসুদ্দোহা বলেন,‘ ফেরিঘাটে হারুনের জুয়ার স্পটে পুলিশ অভিযান দিয়েছে। স্পটটি পুলিশ ভেঙে দিয়েছে। খেলার সরঞ্জাম জব্দ করা হলেও জুয়ারিরা পালিয়ে যায়। এছাড়া কাশেমের স্পট সহ দক্ষিন সুরমায় সবগুলো স্পটে লাগাতার অভিযান চলবে। আসল অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে । যার ফলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে মুল অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet