সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে মিথ্যে প্রচারণার প্রতিবাদ দক্ষিণ সুরমা বালুর মাঠে কুখ্যাত জুয়ারী বাছন ও দিলীপের রমরমা জুয়ার ব্যবসা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে: এম এ মালিক বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা শ্রীমঙ্গলে ২ নারীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার দক্ষিন সুরমায় নজরুলের জুয়ার আস্তানা বন্ধ হচ্ছে না কিছুতেই। গোলাপগঞ্জে মসজিদের ইমাম দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর হাতে খুন হলেন। মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২
সিলেটে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা এড মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা এড মিসবাহ উদ্দিন সিরাজ

এ এ রানা::
সিলেট জেলা আইনজীবী সমিতির সভায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেন এড মিসবাহ উদ্দিন সিরাজ। আজ বৃহস্পতিবার বিকেলে
সিলেট জেলা আইনজীবী সমিতির সভায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেন এড মিসবাহ উদ্দিন সিরাজ।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আট নেতার মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড মিসবাহ উদ্দিন সিরাজ মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা পাঁচটার দিকে সিলেটের দ্বিতীয় বার হলে জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। তিনি ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত সিলেটের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করেন।

এদিকে দুপুরে নগরের মাছিমপুর এলাকায় পাঁচ হাজার নারীর মধ্যে শুভেচ্ছাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি মেয়র পদে প্রার্থিতার বিষয়টি পুনরায় ঘোষণা করেন। তখন মঞ্চে সিলেট-১ (নগর ও সদর) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের দুই নেতার সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রকাশ্যে বক্তৃতার পরপরই দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। দলটির একাধিক কর্মী জানিয়েছেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। চলতি বছরের মাঝামাঝি পঞ্চমবারের মতো নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে ধারণা করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ফলে সহজে জয় পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে অনেক নেতা মাঠে তৎপর আছেন।

প্রতিবার আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। করোনাভাইরাসে ২০২০ সালের ১৫ জুন মারা যান তিনি। বর্তমানে আনোয়ারুজ্জামান চৌধুরী ও মিসবাহ উদ্দিন ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের ছয় নেতা মনোনয়নপ্রত্যাশী আছেন। তাঁরা হলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এ টি এম এ হাসান ও আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ ও সদস্য প্রিন্স সদরুজ্জামান চৌধুরী। তাঁরা নিয়মিত বিভিন্ন এলাকায় সভা-সমাবেশে অংশ নিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet