সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিটার, কুইন্স পার্ক এসোসিয়েশন ও রোটারী ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে মিথ্যে প্রচারণার প্রতিবাদ দক্ষিণ সুরমা বালুর মাঠে কুখ্যাত জুয়ারী বাছন ও দিলীপের রমরমা জুয়ার ব্যবসা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে: এম এ মালিক বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা শ্রীমঙ্গলে ২ নারীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার দক্ষিন সুরমায় নজরুলের জুয়ার আস্তানা বন্ধ হচ্ছে না কিছুতেই। গোলাপগঞ্জে মসজিদের ইমাম দ্বিতীয় বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর হাতে খুন হলেন। মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২
কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদন,সিনিয়র ষ্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি ও সাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে চুরি-ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নিয়াজ মোর্শেদ রাজুর সভাপতিত্বে জাংগালিয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। তিনি আলীনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। কমলগঞ্জ থানা আয়োজিত বিট পুলিশিং সভায় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং ইউনিয়নের বাসিন্দাগণ পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। জনগণের বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন এবং জনগনকে পুলিশের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে কমলগঞ্জ থানার সবগুলো ইউনিয়নে বিট পুলিশিং সভার আয়োজন করা হবে। এসব বিট পুলিশিং সভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কি ধরণের সেবা চায়, কিভাবে চায় সেটা আমরা আরো ভালো করে বুঝতে চাই । ইউপি সদস্য বুলবুল আহমেদ মধুর উপস্থাপনায় আজকের বিট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক, ৬ নং আআলীনগর বিটের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই হারুন অর রশিদ চৌধুরী , সহকারী বিট অফিসার এএসআই শিথিল ঘোষ  এবং আলীনগর ইউনিয়নের  ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet