নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী এলাকার ব্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৪৬ বিজিবি ব্যাটালিয়ন।
রোববার (১ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল (বিজিবি ৪৬) ব্যাটালিয়ন এর আওতাধীন কুলাউড়া উপজেলার আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় ৪৬ বিজিবি অধিনায়কসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজিবি সুত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের জন্য ঢাকা থেকে প্রেরিত সকল ত্রাণ সামগ্রী বিতরণ ইতিমধ্যেই বিতরন সম্পন্ন করা হয়েছে।