নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় পৌর বিএনপি, যুবদল উপজেলা ও পৌর শাখার ব্যানারে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকৃব আলী, বিএনপি নেতা আব্দুল মালেক, মকবুল হোসেন, রেনু মিয়া, এমদাদুল হক, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, মিল্লাত হোসেন, এম এ কাইয়ূম, আবুজার রহমান বাবলা, নজরুল ইসলাম, আব্দুল জব্বার আজাদ, মোবারক হোসেন, যুবদল নেতা নিয়ামুল হক, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, আব্দুল গফুর, ইয়াসিন আরাফাত রবিন, মুরাদ হোসেন সুমন আব্দুর রহমান খান পাশা, আবুল কালাম, শ্রমিক দল নেতা ইউসুফ মিয়া, মিছির আলী, ছাত্রদল নেতা মোশাররফ হোসেন রাজ, সাইফুর রহমান শিপু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।