নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার ভিতর থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (১২ আগস্ট) রাত ৯টায় খবর পেয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার শ্যামলী আবাসিক এলাকায় আকরাম হোসেন নামের এক ব্যক্তির বাসার ভিতর থেকে শঙ্খিনী সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচারক স্বপন দেব সজল।
সজল দেব জানান, শ্যামলী আবাসিক এলাকার মিল্লাদ কমিশনারের পাশের বাসা আকরাম হোসেনের বাসায় শঙ্খিনী সাপটি দেখে বাসার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করলে আমরা গিয়ে সাপটিকে াক্ষত অবস্থায় উদ্ধার করেছি।
পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তাান্তর করা হয়।