নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানপাঠ, বাড়ি-ঘর ও মন্দির ভাঙচুর, লুঠপাট ও অগ্নী সংযোগের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন সনাতনী সংঘটন, সনাতনী ঐক্য মোর্চ্চা হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বিশাল মানববন্ধন, মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় বিশাল মিছিল শহরের হবিগঞ্জ রোড ও ষ্টেশন রোড প্রদক্ষিন করে। পরে শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রিতম বন্ধু ব্রহ্মচারী, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমিরণ সরকার, পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেবসহ সনাতনী নেতৃবৃন্দ। এ সময় বক্তরা বলেন, সুযোগ পেলেই একটি মহল এদেশে সনাতনী সম্প্রদায়ের উপর আক্রমন ও তাদের সম্পদ লুটপাঠ করে। বাড়ি ঘরে আগুন দেয় ভবিষতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে দিকে সরকারকে লক্ষ রাখতে হবে।