নিজস্ব প্রতিবেদক:
বৈষম্য বিরোধ বাংলাদেশ গড়তে ও শান্তি শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার (১০ আগস্ট) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি অভিজাত রেস্টেুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্রদের অভিভাবক, সুশীল সমাজ, ব্যবসায়ী,জনপ্রতিনিধি, সাংবাদিক,ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের আহবায়ক মো. মোছাব্বির আল মাসুদ ও সাইফুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারী সাবেক প্রফেসর রফি আহমদ চৌধুরী, ড. সৈয়দ আব্দুল মুতাকাব্বির মাসুদ, অ্যাড, মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, পান্না লাল দেব চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের বক্তব্য রাখেন আমেরিকা থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মোহিন চৌধুরী, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় রায় রাজু, অ্যাড. পংকজ সরকার, এএসএম ওয়াহিদুজ্জামান, সাংবাদিক মামুন আহমদ, সাবেক ইউপি সদস্য ফরিদ মিয়া, ইউপি সদস্য আবু তাহের, কালাম মিয়া প্রমুখ।