নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করলে ।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসি আজ শনিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ।
রাষ্ট্রপতির কাছে উপাচার্য তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বিকালে নিশ্চিত করেছেন, শাবিপ্রবির জনসংযোগ শাখার কর্মকর্তা।
এদিকে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) সকল আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।
ওই দিন সকালে সবাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে পদত্যাগপত্র জমা দেন বলে জানা যায়। ।