মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে রমজান মাস জুড়ে খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে তদারকি অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়।
রোববার (১০ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও সদর মডেল থানা পুলিশের একটি টিমের সহায়তায় জেলা সদরের কোর্ট রোড, চৌমুহনা, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফলের দোকানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনাতে অবস্থিত মাহদী ফ্রেশ ফুডকে ২ হাজার টাকা, নূরজামান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত হাসান ভ্যারাইটিজ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে ভোক্তা আইনে ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।