নিজস্ব প্রতিবেদক:
শ্রীমঙ্গলে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীতে আগুন ধরিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার প্রত্যন্ত এলাকা মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জতরপুর এলাকার মৃত হানিফ মিয়ার দুই ছেলে শিপন ও রাহিন মিয়ার তিনটি ঘর আগুনে জ্বালিয়ে দিয়েছেন তাদের প্রতিবেশী মৃত ছোয়াদ মিয়ার ছেলেরা বলে অভিযোগ করেছেন শিপন মিয়া।
বুধবার রাত ১২ টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিপন মিয়া ও রাহিন মিয়ার তিনটি টিনের ঘর,১ টি গরু,৫ টি ছাগল,২০০ টি হাঁস ও মোরগ,নগদ ৫ লাখ টাকা ও জরুরী কাগজপত্র পুড়ে যায় বলে শিপন মিয়া জানান। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় শিপন মিয়া অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
শিপন মিয়ার থানার অভিযোগ থেকে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে তাদের প্রতিবেশী জতরপুর এলাকার মৃত ছোয়াদ মিয়ার ছেলে ছাউধন মিয়া,জয়নাল,আজিজুল মিয়া,একই এলাকার মৃত আপ্তাব মিয়ার ছেলে মনসুর মিয়া,আজাদ মিয়া,একই এলাকার মৃত দরছ মিয়ার ছেলে আছকর মিয়া,ছকিল মিয়ার ছেলে সেলু মিয়া ও মৌলভীবাজার কাগাবালা ইউনিয়নের আনকার মিয়ার ছেলে রুমেল মিয়া রাতে তাদের বসতভিটায় আগুন ধরিয়ে দিয়ে তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপারে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের মাননীয় কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ মহোদয় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছেন। এ নাশকতা ঘটনার সাথে কেউ জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথাযত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন তিনি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান,শুক্রবার সন্ধ্যাপর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
তবে বিবাদীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কাহারো মোবাইল নাম্বারে সংযোগ করা সম্ভব হয় নাই।