এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
সিলেট রেঞ্জের ৪টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রেঞ্জ পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেওয়া হয় মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এর হাতে।
সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক ও নির্বাচনকালীন সময়ে বিশেষ কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মৌলভীবাজার জেলা পুলিশ এ পুরস্কার লাভ করে।
এছাড়া মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ডিবি) এর পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করায় বিশেষ পুরস্কার লাভ করেন শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুন ।