নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজাহান আলম চৌধুরী. যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক খালেদ আহমেদ চৌধুরীর পিতা ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিছুলু আহমেদ চৌধুরীর চাচা যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান আব্দুল আওয়াল চৌধুরী (৯৪) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুরণ করেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। উনার মৃত্যুতে মরহুমের পরিবারসহ মির্জাপুর ইউনিয়ন জুড়ে শোকের শোক বিরাজ করে। মরহুমের জানাযা আজ মঙ্গলবার বাদযোহর উনার নিজ বাড়ী শ্রীমঙ্গল উপজেলার র্মির্জপুর ইউনিয়নের পাচাউন গ্রামে অনুষ্টিত হয়। জানাযায় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লীরা অংশ নেন। পরে তাদের পারিবারিক কবরস্তানে দাফন সম্পন্ন হয়। দেওয়ান আব্দুল আউয়াল চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন রাজনীতিবিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ব্যবসায়ীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও দুঃখ প্রকাশ করেছেন।