এ এ রানা::
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ক্বিনব্রিজের নিচ থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ক্বিনব্রিজের নিচে হাফিজুল মিয়ার পানের দোকানের পিছনে ফাঁকা জায়গা থেকে তাদের জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে তাদেরকে মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
অভিযুক্তরা হচ্ছেন মো. শামীম আহমদ (৪০), মো. এনাম উদ্দিন (৩৩), মো. শফিকুর রহমান (২০), মাহবুব আলম পাপন (৩২), রুবেল আহমদ (২৫), পান্না আহমদ (২৬), মো. রিপন (৩০), ও শফিকুল ইসলাম শামীম (২৭)।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) তপন সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।