এ এ রানা ঃ
নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট- ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানির তৃতীয় দিনে তার আবেদন মঞ্জুর করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
এর আগে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ডা: দুলালের মনোনয়নপত্র বাতিল করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানানো হয়, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া বাকি ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সিলেট-৩ আসনে মনোনয়ন বৈধ ঘোষণা হয় আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ারা হোসেন আফরোজ, ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়। মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন ডা. দুলাল। অবশেষে আপিলে তার মনোনয়নপত্র বৈধ হলো।