সংবাদ শিরোনাম :
মৌলভীবাজরে নতুন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর যোগদান শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের পাশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পেশাজীবি চিকিৎসক সমাজ সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ ত্যু শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার মৌলভীবাজার এসপিকে বিদায়ী সংবর্ধনা জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ত্রাণ বিতরণ
একের পর এক সমাজিক কর্মকান্ডে মানুষের পরম বন্ধু হয়ে উঠেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা

একের পর এক সমাজিক কর্মকান্ডে মানুষের পরম বন্ধু হয়ে উঠেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রী চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প।

শ্রীমঙ্গল সাদী মহলে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম অনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন মুজাহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলে শ্রীমঙ্গল পৌরসাভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, একুশেটেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও মৌলানা নোমানী।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পের চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাজেম আল কোরেশী রাফাত ও ডা. আব্দুল্লাহ আল মামুনসহ ৪জন চিকিৎসক।
দিন ব্যাপী এ কর্মসূচীতে প্রায় ৫শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন। এর মধ্যে অর্ধশতাধিক মানুষকে ছানি অপারেশন করে দেয়ার জন্য বাছাই করা হয়।
সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম অনিক জানান, গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াতে বিগত ৬ বছর আগে এই সংগঠনের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৫টি ইউনিয়নে কয়েক হাজার মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কয়েকশ মানুষকে ছানি অপারেশেন করে দেয়া হয়েছে। এ ছাড়াও বিনামুল্যে রক্তের গ্রুফ নির্ণন, রক্তদান কর্মসূচী, শীত বস্ত্র বিতরণ, পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ, ঈদে ছিন্নমুল শিশুদের নতুন কাপড় বিতরনসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet