এ এ রানা::
সিলেটের জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছে চুরির মামলার আসামী।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি চুরির মামলায় বুধবার ভোর ৭টায় বিলেরবন্দ এলাকা থেকে রাসেল আহমদ রাসু (২৪) নামের এক আসামীকে আটক করে থানা হাজতে রাখে জকিগঞ্জ থানা পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছে ওই আসামী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সে চোর চক্রের একজন সক্রিয় সদস্য। ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ছোট ছিদ্রদিয়ে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়ে থাকে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পলানোর বিষয়টি স্বীকার করে বলেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে। কিছু সময়ের মধ্যে তাকে আটক করতে সক্ষম হবে পুলিশ।