সংবাদ শিরোনাম :
মৌলভীবাজরে নতুন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর যোগদান শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের পাশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পেশাজীবি চিকিৎসক সমাজ সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ ত্যু শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার মৌলভীবাজার এসপিকে বিদায়ী সংবর্ধনা জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ত্রাণ বিতরণ
সিলেটের কৃতিসন্তান ব্রিগেডিয়ার আব্দুল মালিকের জানাযা বুধবার বাদ যোহর

সিলেটের কৃতিসন্তান ব্রিগেডিয়ার আব্দুল মালিকের জানাযা বুধবার বাদ যোহর

 

এ এ রানা::
, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিকের মরদেহ বুধবার সড়কপথে সিলেট নিয়ে আসা হবে। সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ নোয়াগাঁও গ্রামে বাদ যোহর জানাযা শেষে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।

এর আগে, প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার বাদ জোহর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর শ্যামলী শাহী জামে মসজিদ এবং তৃতীয় জানাজা হবে বাদ মাগরিব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে (মিরপুর ২)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্তৃপক্ষ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় তার প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিকের পারিবারিক সুত্র জানায়, আগামীকাল বুধবার দুপুরে লাশবাহী গাড়িতে করে তাঁর লাশ সিলেটে নিয়ে আসা হবে। তারপর তাঁর জন্মস্থান দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ নোয়াগাও গ্রামে বাদ যোহর জানাযা শেষে সেখানেই দাফন করা হবে।

মৃত্যুকালে আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মেয়ে ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, ঢাকার কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী ও অপর ছেলে মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।

আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet