সংবাদ শিরোনাম :
মৌলভীবাজরে নতুন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর যোগদান শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের পাশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পেশাজীবি চিকিৎসক সমাজ সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ ত্যু শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার মৌলভীবাজার এসপিকে বিদায়ী সংবর্ধনা জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ত্রাণ বিতরণ
মৌলভীবাজারে বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে আ. লীগ নেতাকর্মীদের শান্তি সমাবেশ

মৌলভীবাজারে বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে আ. লীগ নেতাকর্মীদের শান্তি সমাবেশ

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
বিএনপি জামায়াতের ডাকে তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ ও দলের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। কখনও মিছিল কখনও বক্তব্য আবার মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করে চলেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপি জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন সকালে জেলার মৌলভীবাজারের একটি স্থানে অবরোধকারীরা রাস্তায় টায়ারে আগুন দেয় দিয়ে চলে যায়। এছাড়া আর কোন পিকেটিং এর খবর মিলেনি। এদিকে অবরোধ প্রতিরোধে সকাল ৯টা থেকে শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমুহনী চত্তরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। সকাল ১০টার মধ্যে দলের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানুষের যানমাল রক্ষা এবং অবরোধ প্রতিরোধে শান্তি মিছিল ও সমাবেশ শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা চৌমুহনী চত্তরে অবস্থানে রয়েছে।

সকাল ৬টা থেকে অবরোধ শুরু হলেও শ্রীমঙ্গল উপজেলার কোথাও পিকেটিং এবং অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। একই কর্মসূচী পালন করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও দলের াঙ্গ সংগঠন। শ্রীমঙ্গল পৌর যুবলীগের সহ-সভাপতি ইমাম হোসেন সোহেল জানান, বিএনপি জামায়াতের ডাকা অবরোধ চলাকালীন সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন শান্তি সমাবেশ করে যাবে। শ্রীমঙ্গলে আজকের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, আওয়ামীলীগ সদস্য মহসিন আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা,
পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শহিন, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কামরুলহাসান দুলন, নেপাল রায়, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী, যুবলীগ নেতা শেখ নোমান, একরামুল হক সোহাগ, জাবেদ, স্বেচ্ছাসেবক লীগের নেতা এ এফ এম এম হিমেল, কৌশিক ভট্টাচার্য, মেম্বার কদর আলী, তামিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল, ছাত্রলীগ নেতা আকাশ, স্বপন, মো. সাবের আহমেদ, আবিদ হোসেন তানভীর, মো. আবেদ হোসেন, উজ্জ্বল কান্তি দাস, ছাত্রলীগ নেতা মাহবুব আলম শিমুল, তাসলিম আহমেদ, সালাত মিয়া, সাজ্জাদ মিয়া, নাইমুর রহমান নাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet