নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়ন যুবলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্টিত হয়েছে।
গত (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন যুবলীগের আয়োজনে প্রথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ও বর্ধিত কর্মী সভা ও অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুর রহমান শহিদ, ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আবু তোয়াহিদ আকাশ, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও সাবেক ছাত্র নেতা একরামুল হক সোহাগ প্রমুখ। ভুনবীর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বেলাল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তী ও ইউনিয়ন যুবলীগের সদস্য বদরুল আলম শিপলুর সঞ্চালনায় সভায় ভুনবীর ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।