লন্ডন প্রবাসী ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় গোলাপগঞ্জ কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সাংবাদাতা : গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দপুর ব্রীজ সংলগ্ন কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌলাবাইচ প্রতিযোগিতা।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে বৃহত্তর চন্দরপুর যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে কুশিয়ারা নদীর দুই পাড়ে লক্ষাধিক লোকের সমাগম হয়।
শনিবার সকাল থেকেই স্থানীয়রা ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে কুশিয়ারা নদীর দুই পাড়ে ভিড় জমায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো রং বেরংয়ের সাজে সজ্জিত করা হয়। এছাড়াও দূর দুরান্ত থেকে মাইক বাজিয়ে লোকজন নেচে গেয়ে নৌকাবাইচ প্রতিযোগিতাটি উপভোগ করেন।
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি ফজলুল হক ফজলুর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা এম জেড আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন সরফ, সমাজসেবী নজরুল ইসলাম দুদু।
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম হয় সুজানগর, দ্বিতীয় স্থান অধিকার করে জলঢুপ এবং তৃতীয় স্থান অধিকার করে কালিজুড়ি।