স্টাফ রিপোর্টার::
সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, জুয়া, পলাতক আসামিসহ আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম।
আজ ১৩ আগষ্ট (রবিবার ) দুপুরে সিলেট মেট্রোপলিটন (এসএমপি) সদর দপ্তরে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমন, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য কাজের সফলতার সঙ্গে সম্পাদনের জন্য দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে এ সন্মাননা স্মারকপত্র প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।
দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা জানান, কাজে উৎসাহ প্রদান ও কাজের গতি বাড়াতে মানবিক পুলিশ কমিশনার নিজ উদ্যোগে প্রতি মাসেই সভার মাধ্যমে বিভিন্ন ইউনিটের ওসি, এসআই, এএসআই সহ পুলিশ কর্মকর্তাদের ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করে থাকেন।
এ সময় অন্যদের মধ্যে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।