নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই ইফতেখার ইসলামে এর নেতৃত্বে রাজনগর উপজেলার দক্ষিণ ভূজবল এলাকার রিয়াজ মিয়ার বাড়ি থেকে রিয়াজ মিয়া (৫০) ও রাব্বি আহমেদ নাইম (১৭) নামের দু’জনকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত রিয়াজ মিয়া এবং রাব্বি আহমেদ নাইমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।