সংবাদ শিরোনাম :
মৌলভীবাজরে নতুন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর যোগদান শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের পাশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পেশাজীবি চিকিৎসক সমাজ সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ ত্যু শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার মৌলভীবাজার এসপিকে বিদায়ী সংবর্ধনা জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ত্রাণ বিতরণ
শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ শুরু, কালীঘাট ও কালাপুর ইউনিয়নের জয় লাভ

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ শুরু, কালীঘাট ও কালাপুর ইউনিয়নের জয় লাভ

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১০টি বালক দল অংশগ্রহণ করে শুক্রবার ( ৯ মে ) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টূর্ণামেন্টের ভ্যাচুয়ালি উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম খেলায় অংশগ্রহণ করে কালীঘাট ইউনিয়ন ও রাজঘাট ইউনিয়ন। খেলাটি গোল শূন্য শেষ হলে ট্রাইবেকারে কালীঘাট ইউনিয়ন রাজঘাট ইউনিয়কে ৪-৩ গোলে হারিয়ে জয় লাভ করে। দিনের অপর খেলায় কালাপুর ইউনিয়ন ও সিন্দুরখাঁন ইউনিয়নের মধ্যকার খেলাটি ১-১ গোলে শেষ হলে, ট্রাইবেকারে কালাপুর ইউনিয়ন সিন্দুরখাঁন ইউনিয়নকে ৪-২ গোলে হারিয়ে জয়লাভ করে। প্রথম খেলায় কালীঘাট ইউনিয়নের গোল কিপার আকাশ দোষাদ ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন। দ্বিতীয় খেলায় কালাপুর ইউনিয়নের গোল কিপার সৈকত দেব ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা.হরিপদ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, সাবেক ফুটবলার পিযুস কান্তি দত্ত, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান মো: ইয়াসিন আরাফাত রবিন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব প্রমুখ। প্রথম খেলা পরিচালনা করেন মো:মিজানুর রহমান, সুদর্শন দাস, রুমিম আহমদ ও আবুল কাশেম। দ্বিতীয় খেলাটি পরিচালনা করেন এমাদুর রহমান, উজ্জ্বল পাসী, সিরাজুল ইসলাম সেলু।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet