প্রতিবেদন,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার: বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি ও গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশী হায়রানীর প্রতিবাদে জনসমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
শনিবার (২০ মে) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শাহমোস্তফা সড়কে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে জনসমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. এ, জেড, এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড, শাখায়াত হাসান জীবন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। এছাড়াও বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে অংশ নেওয়া বিএনপি ও সংগঠনের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।