প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে।
শুক্রবার রাতে বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজার থেকে ইয়াবাসহ রুবেল আহমদ (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রুবেল আহমদ এর হেফাজত থেকে ২২পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। রুবেল আহমদ জুড়ী উপজেলার ভুগতেরা গ্রামের আব্দুল কায়ূম এর ছেলে। শনিবার সকালে রুবেল আহমদের বিরুদ্ধে বড়লেখা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদারতের প্রেরণ করা হয়েছে।