হলি সিলেট ডেস্কঃ
গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট ও অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সার্বিক দিকনির্দেশনায় এসআই(নিঃ)/সুমনচক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ ক্বীনব্রীজ সংলগ্ন মেরিডিয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টার এর সামনের খালি জায়গার উপর হইতে মোঃ হৃদয় আহমদ (২০) পিতা-আব্দুল মালেক, সাং-দোয়ারাগাঁও, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-মাদানীসিটি, টিপু মিয়ার বাসা, চালিবন্দর, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটকে আটক করেন। তল্লাশীকালে ধৃত ব্যক্তি মোঃ হৃদয় আহমদ (২০) এর পরিহিত নীল রংয়ের ট্রাউজার এর বাম পকেট হইতে তার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১টি নীল রংয়ের পলিথিনের টুকরায় মোড়ানো ২০(বিশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, উদ্ধারপূর্বক ২৫/০৪/২০২৩তারিখ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-৪২/৯৮, তাং-২৫/০৪/২০২৩ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল এর ১০ (ক) রুজু করত: পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামীকে ২৬/০৪/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: শামসুদ্দোহা পিপিএম,অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।