প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে অর্থিক সহায়তা প্রদান করেছেন সাবেক ছাত্রলীগ নেতা সমাজ সেবী আবুল ফয়ছল মো: মাহবুব সুমেল। এসময় ছাত্রলীগের সাবেক নেতা আবুল ফয়সল মো: মাহবুব সুমেল ভার্চ্যয়ালি ভাবে যুক্ত হয়ে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের ন্যায় তিনি দুস্থ অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার হিসেবে এ অর্থ সহায়তা করে আসছেন।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালল প্রাঙ্গণে আর্থিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এ এফ এম এম হিমেল, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক, সাধারণ সম্পাদক, রাজু দেব রিটন, সেচ্চাসেবক লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলন আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, মো: শরীফ উদ্দিন জীবন, নেওয়াজ রেদওয়ান, শাহাদাৎ হোসেন অপু ও আরিফুল ইসলাম প্রমূখ।