এ এ রানা::
সিলেট নগরীর ভাতালিয়া এলাকা থেকে শাহীন আহম্মদ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহীন ভাতালিয়ার ৫০ নম্বর বাসার মৃত হিরণ মিয়ার ছেলে। মরদেহ উদ্ধারের সময় তার জামার পকেটে একটি চিরকুট পায় পুলিশ। এতে লেখা ছিলো- ‘স্বেচ্ছায় আত্মহত্যা করেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলে, ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের লোকজন শাহিনের দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এছাড়া চিরকুটের লেখা শাহীনের কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।