এ এ রানা::
আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতে রঙ্গিন বেলুন ও শান্তির প্রতীক কপোত উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম, ডিআইজি সিলেট রেঞ্জ,মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ, মোঃ মজিবুর রহমান, জেলা প্রশাসক সিলেট, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , পুলিশ সুপার সিলেট জেলা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।