প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক অভিযানে ৫ জুয়াড়িসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দারের নির্দেশে এসআই আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর সুরমাভ্যালী এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ শ্রীমঙ্গলের কুখ্যাত এক জুয়াড়ীসহ ৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, কুখ্যাত জুয়াড়ি মো: তোফাজ্জল হোসেন, মো: আসাদুজ্জামান নুর, ইমান হোসেন, হাফিজ আহমদ, মৃত্যুঞ্জয় পাল। এসময় জুয়া খেলার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়। আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া খেলা আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অপর এক অভিযানে এসআই নুরুল ইসলাম, এসআই জাকির হোসেন, এএসআই মনিরুল ইসলাম অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: শহিদ মিয়া, মুজাহিদ মিয়া ও মুকিদ মিয়া। পুলিশ জানায়, জিআর-২১৫/১৬ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি হয়ে পলাতক ছিলো। অন্য আরেকটি অভিযানে এএসআই রাজু বিশ্বাস সিআর-৩১৩/২১ (শাহপরাণ) থানার পরোয়ানাভুক্ত আসামী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেন। শ্রীমঙ্গল থানার এএসআই জীবন বাকতি আরেকটি অভিযানে সিআর-২৪৩/২১ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি সেলিম মিয়াকে গ্রেপ্তার করেন। এসআই জিয়াউর রহমান অভিযান চালিয়ে মো: আইনুল হককে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক এবং এসআই জাকির হোসেন অভিযান চালিয়ে আব্দুল হামিদ নামের এক আসামিকে ৩৪ ধরায় গ্রেপ্তার করেন। আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনী প্রক্রিয়া শেষে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।