প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়ার আসরে হানা দিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) রাতে কমলগঞ্জ থানার এএসআই সবুজ মিয়া, এএসআই শিতিল ঘোষ সহ পুলিশের একটি টিম কমলগঞ্জ উপজেলার তিলকপুর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন, আমিনুল ইসলাম (৪২), শুকুর মিয়া (৪৫), ইউসুফ আলী (৫২) আব্দুল মতলিব (৫৮)। পুলিশ জানায়, কমলগঞ্জ থানার ৭ নং আদমপুর ইউনিয়নের অন্তর্গত তিলকপুর গ্রামে জনৈক মঙ্গল মিয়ার বাড়িতে জুয়ার আসরের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে ময়রু মিয়া ও মতিবুর রহমান নামের আরো ২ জুয়াড়ীরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ৪ জুয়াড়রি বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়েরর পর আজ রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।