প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৮০০পিছ ইয়াবাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত একটার দিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই ইফতেখার ইসলাম সহ ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজার থেকে ৭৫০পিছ ইয়াবাসহ ৩জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, মো: আব্দুস সালাম (৩২), গোপী গোয়ালা (৩২) ও নানু কৈরী। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানান জেলা গোয়েন্দা শাখা। অন্য এক অভিযানে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশ কুলাউড়া উপজেলার গুড়াভূঁই গ্রামের কুলাউড়া টু মৌলভীবাজার সড়কের আল মদিনা আহাদ মার্কেটের সামনে থেকে আফজল নামের এক যুবককে আটক করেন। পরে আটককৃত আফজল এর শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কুলাউড়া ও জুড়ী থানায় পৃথক মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।