প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রশাসনের মতবিনিময় অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রশাসনের মতবিনিময় অনুষ্টিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্ধু কুমার দেব, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া খান, সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুর রহমান শহীদ। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনরা উপস্থিত ছিলেন।