মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শমশেরনগর-ব্রম্মণবাজার-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: তছলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক ফজলুল হক।
মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির শ্রীমঙ্গল রোডস্থ প্রধান কার্যালয়ে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রশিদ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শ্রীমঙ্গল-শমশেরনগর-ব্রম্মণবাজার-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো: তছলিম চৌধুরী ও ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রশিদ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের। কমিটির কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হাজী মনসুর আলী, সহ-সভাপতি ইব্রাহিম খান সেলিম, সহ-সাধারণ সম্পাদক রাজ কুমার কালুয়ার, কার্যকরী সদস্য মোছাম্মৎ রুনা খানম চৌধুরী, মাজহারুল ইসলাম কবির, রিপন মিয়া, জালাল আহমদ, মুহিবুর রহমান চৌধুরী, মোজাহিদুর রহমান ফটিক। জেলা সড়ক পরিবহন মালিক সমিতির পেডে আগামী তিন বছরের ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, শ্রীমঙ্গল-শমশেরনগর-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী মুকিত গত ২৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি দীর্ঘ ২০ বছর শ্রীমঙ্গল-শমশেরনগর-ব্রম্মণবাজার মিনিবাস মালিক সমিতর দায়িত্ব পালন করেন। উনার মৃত্যুর পর পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।